চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হানাহানি দূর করতে ধর্মচর্চার বিকল্প নেই : নজরুল এমপি

২৫ আগস্ট, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে রাখে। সমাজে বর্তমানে যেসব অস্থিরতা বিরাজ করছে তার মূলে রয়েছে ধর্মহীনতা। সব ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে সমাজ ও দেশ হয়ে উঠবে শান্তিময়। তিনি গত ২৩ আগস্ট বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চন্দনাইশ উপজেলা সংসদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুচিয়া লোকনাথ-রামঠাকুর সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ। উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা তিনকড়ি চক্রবর্তী। সংগঠনের সভাপতি সুজন মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাগীশিক দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপ-সচিব দিলীপ চৌধুরী, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী, রূপালী ব্যাংক আছদগঞ্জ শাখার এজিএম রূপক কুমার রক্ষিত, বাগীশিক দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শিক্ষক রূপক শীল, চন্দনাইশ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্তী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট