চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রেসিডেন্সির আয়োজনে ছায়া সম্মেলনের সমাপনীতে মো. এরফান আলী

উন্নয়ন যাত্রায় শিক্ষার্থীদের মুখ্য ভূমিকায় অবতীর্ণ হতে হবে

২৫ আগস্ট, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন গতকাল শনিবার জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হোটেল রেডিসন ব্লুতে সম্পন্ন হয়েছে। স্কুল অধ্যক্ষ বীর উত্তম লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশ^ব্যাপী রাজনৈতিক, ভূ-রাজনৈতিক এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ধরনের সংকট মোকাবেলায় আজকের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। এ দায়িত্ব গ্রহণে যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে তৈরি করতে পাঠ্য বইয়ের পাশাপাশি ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও দর্শন অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই এ দেশের ভবিষ্যৎ, দেশের উন্নয়ন যাত্রায় তোমাদেরকেই মুখ্য ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি আরও বলেন, সফলতাই একমাত্র নিয়ামক নয়; জীবনের পূরিপূর্ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান অতিথি প্রেসিডেন্সি স্কুলের সুন্দর ও সুশৃংখল আয়োজনের প্রশংসা করে বলেন, এ আয়োজন আমাকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং সেনা কর্মকর্তা লে. কর্নেল শামীম মেহবুব সোহেল পিএসসি, এলএসসি।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের মিডল ক্যাম্পাসে এ সম্মেলনে দেশের বিভিন্ন স্কুল কলেজের প্রায় ৩০০ জন ডেলিগেট্স্ অংশগ্রহণ করে। মূলত জাতিসংঘ অধিবেশনের একটি প্রতীকী উপস্থাপনা এ সম্মেলন, যেখানে শিক্ষার্থীরা হাজির হন একেকজন কূটনীতিকের ভূমিকায়। এতে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর, পরিচালক প্রফেসর ড. আমীর মো. নসরুল্লাহ বাহাদুর, পরিচালক (অর্থ) মাসুদুল আমিন খান, স্কুল উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব, উপাধ্যক্ষ ফিরোজ চৌধুরী, স্কুল হেড মোহাম্মদ জসীম উদ্দিন, পিআইমানের সেক্রেটারি জেনারেল মানসিব মোক্তাদির প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট