চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ডিজিটাল মার্কেটিং ফর এসএমই প্রোডাক্টস শীর্ষক কোর্সের উদ্বোধন

২৫ আগস্ট, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ

প্রিজম প্রজেক্ট এর উদ্যোগে এসএমই ফাউন্ডেশন এর সহযোগিতায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী ডিজিটাল মার্কেটিং ফর এসএমই প্রোডাক্টস্ শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সকাল ১১ টায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব প্রিজম প্রজেক্ট এর প্রকল্প পরিচালক ও বিসিক এর পরিচালক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ও বিসিক চট্টগ্রাম এর আঞ্চলিক পরিচালক মো. মোহসীন কবীর খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রযুক্তির যুগে ডিজিটাল মার্কেটিং এসএমই উদ্যোক্তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী। আশা করি চট্টগ্রামের উদ্যোক্তারা প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের প্রচার ও প্রসারে সহায়তা গ্রহণ করতে পারে। বিসিক এর আঞ্চলিক পরিচালক মো. মোহসীন কবীর খান তার বক্তব্যে বলেন, এইএমই খাতে শুধু ডিজিটাল মার্কেটিং নয়, সব ধরনের সহযোগিতা প্রদানে বিসিক সদা তৎপর। তিনি উদ্যোক্তাদের যে কোন প্রয়োজনে বিসিক এর সাথে যোগাযোগের আহবান জানান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনক মো. সাইফুর রহমান মানিক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষক এএসএম সানজিদুল ইসলাম।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট