চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পালস্ ক্লিনিক্যাল ল্যাবরেটরির যাত্রা শুরু

স্বাস্থ্যসেবার অগ্রগতিতে সরকার কাজ করে যাচ্ছে : সিটি মেয়র

২৫ আগস্ট, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

বিশ্ব মানের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতিতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু করেছে পাল্স ক্লিনিক্যাল ল্যাবরেটরি। গতকাল শনিবার সকালে ফিতা কেটে নগরীর সদরঘাট মোড়ে পাল্স ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. সজীব তালুকদারের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম এর সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী, চসিক কাউন্সিলর তারেক সুলেমান সেলিম, কাউন্সিলর মাজাহারুল ইসলাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর নিলু নাগ, প্রকৌশলী প্রবীর কুমার সেন, মুক্তিযোদ্ধা অমল মিত্র, পালস্ ক্লিনিক্যাল ল্যাবরেটরির চেয়ারম্যান সুকুমার দাশ। সঞ্চালনায় ছিলেন পালস্’র পরিচালক অনুপম দেবনাথ পাভেল। এসময় প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তাসহ বিভিন্ন চিকিৎসক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে পালস্ ক্লিনিকে মাসব্যাপী চিকিৎসা সেবায় রয়েছে বিশেষ ছাড়।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই খাতের অগ্রগতি হলে দেশ আরো এগিয়ে যাবে। স্বাস্থ্যসেবার অগ্রগতিতে বর্তমান সরকার যথেষ্ট কাজ করে যাচ্ছে। দেশে বিভিন্ন ক্লিনিক ও ল্যাবরেটরি বাড়ায় মানুষের চিকিৎসাসেবার পরিধি আরো বৃদ্ধি পাচ্ছে। মানুষ যাতে সাধ্যের মধ্যে সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব ও নজর দিতে হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট