চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় চট্টগ্রামে ৭ প্রতিষ্ঠান গুনল জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩ | ৮:৩৫ অপরাহ্ণ

পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় চট্টগ্রামে ৭ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে ৫ ঘণ্টার অভিযানে নগরীর রিয়াজউদ্দিন বাজার ও ফলমন্ডিতে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

তিনি জানান, মোবাইল কোর্ট পলিচালনাকালে পণ্য ক্রয় ও বিক্রয় রশিদ দেখাতে না পারায় সবুর স্টোরকে পাঁচ হাজার টাকা, আলিফা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, মিজান এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, মায়েদা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, আলী জেনারেল ট্রেডিংকে ১০ হাজার টাকা, এরাবিয়ান সুপার শপকে ১০ হাজার টাকা ও জিহাদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট