চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সম্প্রীতি পরিষদের সদস্য হলেন ড. অনুপম সেন

২৫ আগস্ট, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান সম্প্রীতি পরিষদের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেছেন ড. অনুপম সেন। সদস্য ফরমে স্বাক্ষরকালে তিনি বলেন, এই সম্প্রীতি পরিষদের পদক্ষেপে হিংসা-বিদ্বেষ ভুলে এই জাতি সামনে এগিয়ে যাবে। একইসাথে তিনি পরিষদের সাথে যে কোন ধরণের অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান এই গানটির মর্মানুসরে সকল ধর্মের মানুষ মানব ও বাঙালী পরিচয়ে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার মানসে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে জেতে আহ্বান জানান। ড. অনুপম সেনের সদস্য ফরমে স্বাক্ষরকালে সম্প্রীতি পরিষদের আহ্বায়ক লায়ন দিদারুল আলম চৌধুরী, যুগ্ন আহ্বায়কত্রয় প্রফেসর জওহরলাল ভট্টাচার্য, প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া ও লায়ন সিলভার্সার ভার্ণান্দেজ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট