চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

গাউসে জামান তৈয়্যব শাহ্ (রা.) শীর্ষক আলোচনা সভায় শিক্ষা উপমন্ত্রী নওফেল

তৈয়্যব শাহ্ দ্বীন বাঁচাবার যে নির্দেশ দিয়েছেন তা আজ বেশি প্রাসঙ্গিক

২৫ আগস্ট, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাব’র বঙ্গবন্ধু হলে হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রা)’র ২৭তম সালানা ওরস শরীফ উপলক্ষে আয়োজিত গাউসে জামান আল্লামা তৈয়্যব শাহ্ (রহ.)’র জীবন-দর্শন-অবদান’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, হুজুর কেবলা তৈয়্যব শাহ্ (রহ.)’র নির্দেশ ‘কাম করো, দ্বীনকো বাঁচাও, সাচ্ছা আলেম তৈয়ার কর’ আজ এটি বড় বেশি প্রাসঙ্গিক।
তিনি সেদিন দেখতে পেয়েছিলেন, আমাদের প্রিয় দ্বীন-ইসলামকে ধ্বংস করার জন্য বাতেল ফেরকা কীভাবে চক্রান্ত করে যাচ্ছে, চক্রান্ত চলছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে। সূফি-আউলিয়াদের ইসলামে কোন হানাহানি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, তলোয়ারের শক্তিতে বিজয় আসেনি বরং বিজয় এসেছে তাঁদের আদর্শের শক্তিতে। তাই আজ আউলিয়ায়ে কেরামের সেই শিক্ষার চর্চা করা এবং আল্লামা তৈয়্যব শাহ্’র নির্দেশিত পথে দ্বীনের জাগরনে কাজ করছে আনজুমান, জামেয়া ও গাউসিয়া কমিটি বাংলাদেশ। তিনি আরও বলেন, তৈয়্যব শাহ্ হুজুরের সংস্কার জসনে জুলুস’র আজ ইসলামী জজবার উজ্জল নিদর্শন। তাঁর জীবন-দর্শন-অবদান কালে-কালে বিশ্ব মানবতাকে মুক্তির দিশা দেবে উল্লেখ করে জীবনের সর্বস্তরে হুজুর কেবলার আদর্শ ও শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান। গাউসিয়া কমিটি বাংলাদেশ’র উদ্যোগে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত আহ্বান জানান। গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে ও যুগ্ম-মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেমস ফিনলে’র ম্যানেজিং ডিরেক্টর আহমদ কামরুল চৌধুরী ওবিই, মুহাম্মদ আনোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন এম.এ. মান্নান, সাংবাদিক হাসান আকবর, প্রফেসর কাজি শামসুর রহমান, প্রফেসর দিদারুল ইসলাম, অধ্যাপক মাওলানা সৈয়দ জালাল উদ্দিন আল্-আজহারী, মুহাম্মদ আনোয়ারুল হক, আবদুল হামিদ, শাহজাদ ইবনে দিদার, মাহাবুবুল হক খান, মাহাবুব এলাহি সিকদার, মোহাম্মদ আবুল মনসুর, মাহবুবুল আলম, সাদেক হোসেন পাপ্পু, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাস্টার হাবিব উল্লাহ প্রমুখ। পরিশেষে কেন্দ্রীয় দাওয়াতে খায়র মুয়াল্লিম মাওলানা ইমরান হাসান কাদেরীর পরিবেশনে মিলাদ, কেয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট