চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বশিরুজ্জামান চত্বরে পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩ | ৭:১৯ অপরাহ্ণ

পূর্বকোণে সংবাদ প্রকাশের পর চট্টগ্রামে পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান দৈনিক পূর্বকোণে নতুন ব্রিজ থেকে টাইগারপাস রোডে ‘মাসে ২৫ লাখ টাকার চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পারমিটবিহীন মাক্সিমা টেম্পোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২টায় এই অভিযান পরিচালনা করেন বাকলিয়ার ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, দক্ষিণের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিনের নির্দেশে পরিচালিত অভিযানে সড়ক দখল করে ভ্যানগাড়িতে পণ্য বিক্রির দায়ে ৮টি ভ্যান ও ১৩টি পারমিটবিহীন মাক্সিমা গাড়ি আটক করা হয়। অভিযানে সড়ক থেকে সকল প্রকার হকার উচ্ছেদ করে যাত্রী ও যান চলাচলের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, আমি বাকলিয়ায় যোগদান করেছি আজ সপ্তম দিন। এই সাত দিনে ৮টি ভ্যানসহ ৬২টি যানবাহন আটক করা হয়েছে। ১৭ নম্বর সড়কে আজ থেকে কোন পারমিটবিহীন গাড়ি চলবে না। যদি কেউ চালায় তাহলে সেসব আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে মাক্সিমা টেম্পোগুলো যাতে রাস্তার দুইপাশ দখল করে স্ট্যান্ড বানিয়ে না ফেলে সেই বিষয়ে সতর্ক অবস্থানে থাকবে ট্রাফিক পুলিশ। 

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট