চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিভিন্নস্থানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা

১৫ আগস্ট ও ২১ আগস্টের হামলাকারী একই গোষ্ঠীভুক্ত

পূর্বকোণ ডেস্ক

২৫ আগস্ট, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ্ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালিত হয়েছে। আয়োজিত কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ ্ও ২১ আগস্টের হামলার ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আন্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
শুলক বহর ওয়ার্ড : বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সহ¯্রাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে চাউল ও তেল বিতরণ করলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চাউল ও তেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, সোনার বাংলা বিনির্মাণ করবেন এটাই ছিল তাঁর জীবনের একমাত্র স্বপ্ন। গতকাল শনিবার ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলমের উদ্যোগে ও সিভিও’র সহযোগিতায় অসহায় দরিদ্রদের মাঝে চাউল ও তেল বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। এ সময় কাউন্সিলর মোরশেদ আলম, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল হক, ৮নং শুলকবহর ওয়ার্ড সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান সরওয়ারদী, সিভিও ফাইন্যান্স ম্যানেজার ফারুক আহম্মদ বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন তৌহিদুল আনোয়ার সেন্টু, নজরুল ইসলাম, এস এম ওয়াজেদ, জাহিদুল আলম, সৈয়দ আসাদ সর্দ্দার, শাহিনুর আলম, এরশাদুল্লা মুন্না, সালাউদ্দিন লেদু, সাইফুল ইসলাম, মহিলা নেত্রী আনোয়ারা বেগমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চসিক : রাজস্ব বিভাগ সার্কেল-১ এর উদ্যোগে স্মরণ সভা এবং মিলাদ মাহফিল গত ২২ আগস্ট চিটাগাং শপিং কমপ্লেক্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা (উপ সচিব) মুফিদুল আলম উপস্থিত ছিলেন। কর কর্মকর্তা মো. শাহআলমের সভাপতিত্বে ও মেজবাহ উদ্দিন আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক উত্তম কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ফয়েজ আহমদ। এতে আরো বক্তব্য রাখেন দবির আলম, ফজলুল কবির চৌধুরী, মো. এখলাছ উদ্দিন, আব্দুল মতিন, দিদারুল আলম, বাবুন চৌধুরী, বেলায়েত হোসেন, নাছির উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পাথরঘাটা আওয়ামী লীগ : পাথরঘাটা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক সদস্য মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এ শোকসভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন। প্রধান বক্তা ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা দিপক ভট্টাচার্য্য। আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড আ. লীগ নেতা দীলিপ কান্তি রুদ্র, এডভোকেট তপন কুমার দাশ, মোহাম্মদ ওমর ফারুক, উত্তম কুমার দাশ, সাধন দাশ, এডভোকেট উজ্জ্বল দাশ সুজিত, মোহাম্মদ আবু বক্কর, আমান উল্লাহ মানিক প্রমুখ। মশিউর রহমান রোকন বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী একই গোষ্ঠীভুক্ত ঘৃণ্য চক্রান্তকারী। এ হামলাকারীদের দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।
স্বদেশ আবৃত্তি সংগঠন : স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে গত ২৩ আগস্ট ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আবৃত্তি ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব¡ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, প্রধান আলোচক ছিলেন সাবেক লায়ন গভর্নর ও মমতার প্রধান নির্বাহী সমাজসেবক রফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরী, চসিক, কাউন্সিলর নাজমুল হক ডিউক, রাশেদ হাসান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিশাত হাসিনা শিরিন , নুরুল আবছার। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী মো. মসরুর হোসেন, দিলরুবা খানম, সুমনা চাকমা । একক ও দলীয় আবৃত্তি করেন মো. ফারুক হোসেন, সাদেক রহমান, সাদাব মান্নান চৌধুরী, সানজিদা রহমা, নওজুম খানম প্রিয়তা, নুরসাত জাহান পুষ্প, সাইয়ারা সালসাবিন অর্থি, ফাবিহা মোর্শেদ রোজা প্রমুখ।দলীয় পরিবেশনা করেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদ , কন্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্র, অক্ষর আবৃত্তি পাঠশালা ও স্বদেশ আবৃত্তি সংগঠন।
পতেঙ্গা আওয়ামী লীগ : সংগঠনের উদ্যেগে দোয়া মাহফিল ও আলোচনা সভা কাটগড় আজিজ উদ্যানে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এখলাসুর রহমান আলকাদেরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী আবদুল হালিম। সঞ্চালনা করেন থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ এস এম ইসলাম। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান ভুলু, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ছালেহ আহমদ চৌধুরী, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ প্রমুখ।
সৈনিক লীগ : ৭৫’এর ১৫ আগস্ট ও ২১ আগস্ট হত্যার ষড়যন্ত্রকারী খুনিরা একই সূত্রে গাঁথা। ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. মাহবুবুর রহমান এ দাবি জানান। সংগঠনের নগর শাখার সহ-সভাপতি ইঞ্জি. তৈয়ব উদ্দিন ভূইয়া রাজীবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাসুদ আকবরী। সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মনছুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-মহিলাবিষয়ক সম্পাদিকা জেরিন আক্তার।এতে আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি নান্নু মিয়া শিকদার, অদুদ কোম্পানী, যুগ্ম সাধারন সম্পাদক দিদার মির্জা, বদিউল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ, খোরশেদ আলম দেওয়ান, দক্ষিন জেলার সভাপতি মোক্তার আহমেদ মাষ্টার, মহানগর অর্থ সম্পাদক ভিআইপি নুরনবী, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী নওশাদ পারভেজ, আইনবিষয়ক সম্পাদক অলি আহমেদ সর্দ্দার, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক মোস্তফা কামাল সরকার, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মনু সওদাগর, যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান বাবলু, দপ্তর সম্পাদক আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস শুক্কুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান ফরহান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সোহরাব হোসেন অশ্রু প্রমুখ।
হাটহাজারী উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতি : সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান আলমগীর জামান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক চেয়ারম্যান এম.এ মজিদ-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাত্রি ছিল ইতিহাসের বর্বরতম হত্যাকা-ের একটি দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান। বক্তব্য রাখেন ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সরোয়ার মোর্শেদ তালুকদার, এডভোকেট মোহাম্মদ শামীম, হাসান জামান বাচ্চু, মুজিবুর রহমান, নুরুল আহসান লাভু, মো. সালাহ উদ্দীন চৌধুরী, মনজুর হোসেন চৌধুরী মাসুদ, সাবেক চেয়ারম্যান আলী আজম, সৈয়দ মনজুরুল আলম, রণজিত কুমার নাথ, শিমুল কান্তি মহাজন, মনছুর আলম, আর.কে মুহুরী, মো. আলমগীর প্রমুখ।
শেখ রাসেল স্মৃতি সংসদ : ২১আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে শেখ রাসেল স্মৃতি সংসদ বন্দর থানার উদ্যোগে স্মরণ সভা পোর্ট কলোনী শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে সভাপতি মো. আলাউদ্দিন আলোর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তানজীব আহসান জিবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি এম আর আজিম, প্রধান বক্তা েিলন ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)’র সভাপতি আবুল মনসুর আহমদ,সহ-সভাপতি মোকাররম হোসেন, যুগ্ম-সম্পাদক সৈয়দ মেজবাহুল ইসলাম,মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন শিবলী, আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন দিদার,কে এম মামুনুর রহমান রঞ্জু, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি একরামুল হক রাসেল, যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক কামরুল হুদা পাভেল, মহানগর ছাত্রলীগ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কবির আহমেদ,চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান মজুমদার,যুবলীগ নেতা লুৎফুল কবির সোহাগ,বন্দর শ্রমিক নেতা হেদায়েত উল্লাহ রাজু,মহানগর ছাত্রলীগ’র উপ-ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মামুন,কমার্স কলেজ ছাত্রলীগ নেতা জামাল আহমেদ মাসুম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ যুগ্ম সম্পাদক স্বরূপ রায়, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান আবিদ, বন্দর থানা ছাত্রলীগ নেতা ইউসুফ জিতু, আশিকুর রহমান, ইব্রাহীম আল মামুন, শান্ত বড়ুয়া,জাহিদুল ইসলাম রানা, আবদুল্লাহ আল আশিক,রিজওয়ানুল হক শাকিল,তানভীর মাসুদ প্রান্ত।
মহানগর মহিলা আওয়ামী লীগ: সংগঠনের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আওয়ামী ঘরানার ধ্বংস নেই, পতন নেই-আছে উত্থান ও জেগে ওঠার অমিত শক্তি। গতকাল বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক শহীদ আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আগামী ২৮ আগস্ট বুুধবার বিকেল ৩টায় কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম, অর্থ সম্পাদক কাউন্সিলর আফরোজা কালাম, সম্পাদকম-লীর সদস্য হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, অধ্যাপক শিরিন আক্তার।
চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগ : সংগঠনের উদ্যোগে গত ২৩ আগস্ট কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল খায়ের বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাহেরু ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আমিনুল হক রমজু, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নোমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আনিসুজ্জামান, কে.এম ফজলুল হক কাজল, আইন বিষয়ক সম্পকদক এডভোকেট দিদারুল আলম চৌধুরী, কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম রহমান, চন্দনপুরা ইউনিট আওয়ামীলীগের সভাপতি আবুল মাসুদ, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুজিব ইমরান বিপ্লব, যুবলীগ নেতা মো. মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভপাতি মো. কায়সার উদ্দিন, চকবাজার থানা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রাসেল প্রমুখ।
ঘাতক দালাল নির্মূল কমিটি : গতকাল শনিবার নগরীর মোমিন রোডস্থ চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা আয়োজিত আলোচনা সভায় শওকত বাঙালি প্রধান আলোচকের বক্তব্য রাখেন। সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও জেলা প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ সাহা, সংগঠনের জেলা সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্ল্যা চৌধুরী ভাস্কর, এম.এ মান্নান শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, মিথুন মল্লিক, সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ^াস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন বাবু, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, প্রকাশনা সম্পাদক মনজুর হোসাইন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোজাহেরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী রাজু, সহ-সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ বাবু, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদের, মো. আলমগীর, অ্যাডভোকেট গৌতম হাজারী, হাসান মোহাম্মদ মাসুদ, রাশেদ চৌধুরী, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, বিপ্লব বিজয় প্রমুখ।
শেখ রাসেল স্মৃতি সংসদ : আন্দরকিল্ল­া শেখ রাসেল স্মৃতি সংসদ ও আন্দরকিল্ল­া ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি জাবেদুল আলম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনি।বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনিস মিয়া, দিদারুল আলম, মো. ইসহাক, বাদল মিত্র, শামশুল আলম, মো. ইব্রাহিম। আন্দরকিল্ল­া ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি শোয়েবুল হক, সাধারণ সম্পাদক শাকিল হেলাল, ব্যবসায়ী নেতা মামুন চৌধুরী, মো. হালিম, রেজাউল আলম রনি, সুজয়মান বড়ুয়া জিতু, মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শরীফ আহমেদ, ইকবাল বাহার, ইসমাইল আজাদ, হারুনুর রশিদ সানি, ইফতেখার আলম শিবলু, কোতোয়ালি থানা ছাত্রলীগ নেতা অনু দে, তাজিদুল ইসলাম নকিব, রবিন মহাজন সহ ব্যবসায়ী সমিতি ও শেখ রাসেল স্মৃতি সংসদের বিভিন্ন সদস্যবৃন্দ।
পাঁচলাইশ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ : সংগঠনের যৌথ উদ্যোগে শহীদদের স্মরণে প্রদীপ প্রঞ্জলন ও স্মরণসভা নগর যুবলীগ নেতা আবু মনসুর চৌধুরী সাজ্জাদ এর সভাপতিত্বে ও নগর ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন জামালের সঞ্চালনায় নগরীর মুরাদপুর চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ালীলীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক দিদারুল আলম দিদার। প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগের সদস্য জাবেদুল আলম সুমন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা ফারুক আহমদ চৌধুরী, ৭নং পশ্চিম ষোলশহর যুব মহিলা লীগের সভাপতি সোনিয়া আজাদ, আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন দেবনাথ, কামরুল রশিদ পারভেজ, যুবলীগ নেতা নিজাম উদ্দিন খোকন। এতে আরো বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন নিরব, মো. আলমগীর, সালাউদ্দিন লিটু, যুবলীগ নেতা মো. ফিরোজ, মো. হারুন-অর-রশিদ, মো. আসাদুল হক, মো. নাছির উদ্দিন চৌধুরী, ইমরান, জাবেদ, ইকবাল, মো. কায়ছার, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান নয়ন প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : সংগঠনের সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের নিজস্ব তহবিল থেকে গতকাল চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন পরিষদ এ দরিদ্র-দুস্থদের মাঝে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহমদ সওদাগরের সভাপতিত্বে চাল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক সমীরণ দাশ তপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইদ্রিচ মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন সওদাগর, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান বাহাদুর, চন্দনাইশ উপজেলা যুবলীগের সদস্য এস.এম. সায়েম, আবুল কাশেম নুরী, উপজেলা যুবলীগ নেতা গাজী ইব্রাহিম, বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম আজাদ মেম্বার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট