চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হেভিওয়েট প্রার্থী ছাড়াও আছেন সহযোগী সংগঠন, ছাত্রলীগের সাবেক নেতা, সাবেক কাউন্সিলর

নৌকার জন্য মরিয়া ২৭ নেতা

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ২৭ জন দলীয় ফরম জমা দেন। গতকাল বুধবার (২২ মার্চ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব ফরম জমা দেন তারা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মতে, আগামী ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষদিন।

 

এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানও আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থিতা থাকছেন না বলে জানিয়েছেন। বিএনপিবিহীন ভোটে নিশ্চিত জয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে মরিয়া হয়ে উঠেছেন ২৭ নেতা। ২৭ জনের মধ্যে আওয়ামী লীগের ডাকসাইটের নেতা ছাড়াও সহযোগী সংগঠন ও ছাত্রলীগের সাবেক নেতাও রয়েছেন।

 

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এসএম আবুল কালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগের সদস্য শিরিন আহমেদ, মোহরা আওয়ামী লীগের সদস্য সুকুমার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের সুজন, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন, প্রয়াত সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, বায়েজিদ থানা আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর মো. কফিল উদ্দিন খান, নগর আওয়ামী লীগের সদস্য বিজয় কুমার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহেদুল হক, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ আলম, মোহরা আওয়ামী লীগের সদস্য আশেক রসুল খান, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এটিএম আলী রিয়াজ খান, দক্ষিণ জেলা তাঁতী লীগ সহ-সভাপতি জহুর চৌধুরী, ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মনছুর আলম পাপ্পী, এনায়েত বাজার ওয়ার্ডের সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. এমরান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, নগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম নূরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. মাহবুব রহমান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মো. আরশেদুল আলম বাচ্চু দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

 

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মহাজোট প্রার্থী জাসদের মঈনউদ্দিন খান বাদল। নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান বাদল। ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারি মারা যান তিনি। মোছলেম উদ্দিনের মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট