চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রমজানে ‘স্বস্তি’ দিতে নানা উদ্যোগ, তবুও ‘শঙ্কা’

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩ | ১২:১১ অপরাহ্ণ

পবিত্র রমজানে নগরবাসীকে স্বস্তি দিতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকারি সংস্থাগুলো। নগরীতে সৃষ্টি হওয়া তীব্র যানজট সহনীয় পর্যায়ে রাখতে এবার ‘সর্বশক্তি নিয়ে মাঠে থাকার’ আশ্বাস দিয়েছে ট্রাফিক বিভাগ। রমজানজুড়ে স্বাভাবিক সময়ের চেয়ে মাঠে থাকবে পুলিশের বাড়তি ফোর্স। রমজানে ওয়াসার নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ছেদ ফেলতে পারে লবণ পানি। বৃষ্টি না হলে রমজানে ওয়াসার পানি নিয়ে ভুগবে নগরবাসী। যদিও রমজানকে ঘিরে একটি কন্ট্রোল রুম ও আটটি ভিজিলেন্স টিম গঠন করেছে ওয়াসা। একইসাথে পাঁচটি পানির ভাউচার প্রস্তুত রাখবে এই সংস্থা।  এসির ব্যবহার, আলোকসজ্জা কমিয়ে বিদ্যুৎ ব্যবহারে কৃচ্ছতা সাধন করলে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে বলে জানিয়েছে পিডিবি। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সক্রিয় থাকার কথা জানিয়েছে কেজিডিসিএলও। রমজানে ভালো সেবা দিতে দুটি সংস্থার পক্ষ থেকেই গঠন করা হয়েছে মনিটরিং টিম।

 

তবে ট্রাফিক পুলিশ, চট্টগ্রাম ওয়াসা, পিডিবি, কেজিডিসিএল এর নেওয়া পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন- শুধু প্রস্তুতি নিলেই হবে না। তা বাস্তবায়নে আন্তরিকতা দেখাতে হবে। না হয় পবিত্র রমজানে নগরবাসী স্বস্তি পাবে না। দুর্ভোগ আরও বাড়বে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট