চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফাইল ছবি

শাহ আমানতে ২৩টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩ | ১০:৪৭ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে ২৩টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক ওজন ২.৭ কেজি প্রায়। তার পেটে লুকিয়ে রাখা আরও স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

আটক যাত্রীর নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি হাটহাজারী উপজেলার এনায়েতপুরের বাসিন্দা।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩ পিস স্বর্ণবার (২.৭ কেজি প্রায়) উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর কাছ থেকে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। রেক্টামে আরও স্বর্ণবার থাকার সন্দেহে স্ক্যানিং করে বের করার চেষ্টা অব্যাহত আছে।

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট