চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চকবাজারে সবজি ডোনেট বক্স : কেনার সামর্থ্য না থাকলে ফ্রিতে নিন

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩ | ৭:৩৪ অপরাহ্ণ

নগরীর চকবাজারে বাজার করার সময় দোকানের বাইরে রাখা প্লাস্টিকের বক্সে ক্রেতারা সাধ্যমতো সবজি রেখে যাচ্ছেন। এই বক্স থেকে সামর্থ্যহীনরা প্রয়োজনমতো সবজি নিচ্ছেন। চড়া মূল্যের বাজারে রমজানে  নিম্মবিত্ত মানুষদের কথা ভেবে চকবাজার কাঁচাবাজারে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সবজি ডোনেট বক্সের উদ্যোগটি মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোক্তা মো. আবু হাসান ও ব্যবসায়ী কায়সার আলম চৌধুরীর উদ্যোগে চালু করা হয়েছে। 

এর আগে চট্টগ্রাম এবং রাঙামাটির ৮টি স্থানে সবজির ডোনেট বক্স বসিয়েছেন সংগঠনটি । গত ৯ মার্চ চট্টগ্রাম নগরীর খুলশী থানার শাহ গরীবুল্লাহ হাউজিং সোসাইটির কাঁচাবাজারে প্রথম ডোনেট বক্স স্থাপন করা হয়। সাড়া পেলে ধাপে ধাপে নগরীর চকবাজার, পূর্ব বাকলিয়া, কামাল বাজার, মোহরা, রাঙামাটির ভেদভেদী, হাটহাজারীর মদুনাঘাট ও নজুমিয়া হাটেও চালু করা হয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট