চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাঁচায় দড়ি লাগিয়ে মুরগির ওজনে কারচুপি, ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৩ | ১০:১৭ অপরাহ্ণ

মুরগি বিক্রির ডিজিটাল ওজন মেশিনের ওপর রাখা খাঁচায় দড়ি বেঁধে ওজনে কারচুপির দায়ে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) নগরীর দুই নম্বর গেটের কর্ণফুলী বাজারে ভোক্তা  অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।  

সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, মুরগি ওজনের সময় লাফালাফির কারণে পরিমাপে খাঁচা ব্যবহার করে ব্যবসায়ীরা। কিছু অসাধু দোকানি সেই খাঁচার নিচে গোপনে রশি বেঁধে রাখে। ওজনের সময় সেই রশি ক্রেতা বুঝতে না পারে মতো পায়ে দড়ি চেপে ধরলেই বেড়ে যাচ্ছে ওজন। কৌশল হাতেনাতে ধরা পড়ায় দুই নম্বর গেটের কর্ণফুলী বাজারের মুনতাসীর পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টারকে ওজনে কারচুপির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজকে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে না রাখায় ২ হাজার টাকা ও মানিক স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।  

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট