চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মোড়ভিত্তিক যানজটে স্বস্তির আভাস

নাজিম মুহাম্মদ 

২১ মার্চ, ২০২৩ | ১১:৪০ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট মোড়ে সড়কের পাশে ভাসমান হকার আর নেই। নেই চিরচেনা যানজট। হকার উচ্ছেদে সেখানে কোন অভিযান চালানো হয়নি। পরিকল্পনাভিত্তিক অস্থায়ী সড়ক বিভাজক বসিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান মিলেছে। জনবল সংকটে মোড়ভিত্তিক যানজট নিরসনে অস্থায়ী সড়ক বিভাজক কৌশল নিয়েছে নগর ট্রাফিক বিভাগ। ট্রাফিকের উত্তর জোনে দশটি মোড়ে পরিকল্পনাভিত্তিক অস্থায়ী সড়ক বিভাজক বসিয়ে গতিপথ ঘুরিয়ে দেয়া হয়েছে যানবাহনের। এতে দেখা পগছে মোড়ভিত্তিক যানজট কমে গেছে অনেকাংশে। নগর ট্রাফিকের উত্তর জোনের মোড়ভিত্তিক যানজট নিরসনের কৌশল অবলম্বন করা যায় পুরো নগরীতে নগরীর সড়কে নেই কোন বাস-বে কিংবা পার্কিং জোন। অধিকাংশ মার্কেটেও নেই পার্কিং ব্যবস্থা। অপরিকল্পিত সড়ক ব্যবস্থার কারণে চালকরা নিজেদের সুবিধামতো সড়কের উপরে যাত্রী ওঠানামা করে। এতে গুরুত্বপূর্ণ মোড়ে যানজট লেগে থাকার কারণে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। মোড় যানজটমুক্ত করতে হিমশিম অবস্থায় নগর ট্রাফিক বিভাগ।

 

ট্রাফিকের উত্তর জোনের উপ-কমিশনার জয়নুল আবেদীন জানান, মোট জনবলের অর্ধেক জনবল দিয়ে আমাদের চলতে হচ্ছে। তার উপর নগরীর সড়কগুলো পরিকল্পিত নয়। ফুটপাত ভাসমান হকারের দখলে। অনেক স্থানে ফুটপাতে বসানো হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। সড়কের পাশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। অথচ কেউ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেনি। সড়কের পাশে আবাসিক এলাকাগুলোতে একটি গেট খোলা রেখে বাকী গেটগুলোতে তালা মারা থাকে। আবাসিকে বসবাসরত লোকজনও ঠিকমত নিজস্ব গাড়ি ব্যবহারে তাদের গেট ব্যবহার করেনা। এতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে হিমশিম অবস্থায় পড়তে হয়।

 

আমরা ট্রাফিকের উত্তর জোনে মোড়ভিত্তিক যানজট কিভাবে কমানো যায় তা নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছি। যেমন-আগে পলিটেকনিক মোড়, রুবি গেট দুই স্থানেই যানবাহন ইচ্ছেমতো ঘুরাতে পারত। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটত। যানজটও থাকত। অস্থায়ী সড়ক বিভাজক দিয়ে পলিটেকনিক মোড়ে গাড়ির গতিপথ ঘুরিয়ে দেয়া হয়েছে। এখন সব গাড়িকে রুবি গেট গিয়ে ঘুরে আসতে হয়। এতে ওই এলাকায় যানজট অনেকাংশে কমে গেছে। ডিসি জয়নুল বলেন, বিভিন্নস্থানে ফ্লাইওভারের নীচে গ্যাপ বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি অবস্থায় অস্থায়ী সড়ক বিভাজক চাইলে তুলেও ফেলা যাবে।

 

গত শনি ও রবিবার সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর জাকির হোসেন রোডে  জিইসি মোড় থেকে ঝাউতলা রেলক্রসিং পর্যন্ত আনুমানিক এক কিলোমিটার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৭টি। পড়াশোনা করছে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী। কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রী ভর্তির সময় অভিভাবকের নিজস্ব গাড়ি থাকার বিষয়টি নিশ্চিত করেন। অথচ কোন শিক্ষা প্রতিষ্ঠানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। সড়কটি যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থাও নেই। ক্লাস শুরু ও  ছুটির সময় জাকির হোসেন সড়কের শাহ জালাল বেকারি থেকে জিইসি মোড় এবং সিএন্ডবি কলোনি সড়কের মুখ পর্যন্ত দীর্ঘ যানজট লেগে যায়। যার কারণে মূল সড়কে যানবাহন চলাচল বাধাগ্রাস্ত হয়।

 

সম্প্রতি জিইসি মোড় ও লর্ডস ইন হোটেলের পাশে অস্থায়ী সড়ক বিভাজক বসিয়ে একমুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিয়েছে ট্রাফিক বিভাগ।  এতে  জিইসি মোড়ে যানজট কমেছে অন্তত ৯০ শতাংশ। জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার সামনে সড়কের অর্ধেক অংশ ভাসমান হকার আর বাকী অংশ রিকশা ও সিএনজি ট্যাক্সির দখলে ছিল। সেখানেও পরিকল্পিতভাবে সড়ক বিভাজক বসানো হয়। এতে সরে গেছে ভাসমান হকার আর কমেছে যানজট। জিইসি, মিমি সুপার মার্কেট, বায়েজিদ, মুরাদপুর, বহদ্দারহাট, রেলক্রসিংসহ ছয়দিক থেকে আসা যানবাহন মিলিত হয় দুই নম্বর গেটে। এতে মোড়টিতে একবার ট্রাফিক জ্যামে অন্তত ৪০ থেকে ৫০ মিনিটি আটকে থাকত যানবাহন।

 

জিইসির মোড়, বহদ্দারহাট মোট, দুই নম্বর গেট কিংবা জাকির হোসেন সড়ক নয়। অস্থায়ী সড়ক বিভাজক বসিয়ে গাড়ির গতিপথ ঘুরিয়ে দেয়া হয়েছে নগরীর দশটি মোড়ে। তা হলো, জিইসির মোড়, গোলপাহাড়, ওয়ার্ড নিজাম আবাসিকের মুখ, সিএন্ডবি কলোনি হোটেল লর্ডস ইনের সামনে, দুই নম্বর গেট, পলিটেকনিক মোড়, বায়েজিদ বোস্তামী মাজার এলাকা, মুরাদপুর মির্জাপুলমুখী সড়কের মুখ, বহদ্দারহাট, চান্দগাঁও থানা মোড়।

 

ডিসি জয়নুল বলেন, মোড়ভিত্তিক যানজট নিরসন ছাড়াও নগরীর বাদশা মিয়া সড়কের মুখে স্থায়ী সড়ক বিভাজকের কারণে আগে একটি প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস পার হতে পারত। বিভাজকটি পরিকল্পনাভিত্তিক ছিলনা। দুইজন ট্রাফিক সদস্যকে নিয়মিত দায়িত্ব পালন করতে হতো। সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আমরা বিভাজকটি সামান্য তুলে দিয়েছি। এতে দুটি গাড়ি অনায়াসে আসা যাওয়া করতে পারায় সেখানে এখন আর গাড়ি জট হয় না। বাড়তি জনবলও লাগছে না। যানজট এড়াতে একইভাবে এম এম আালি রোডে সড়কের মাঝখানে ডিভাইডার বসানো হবে তবে শিল্পকলা একাডেমির গেটের সামনে যানবাহন চলাচলের সুবিধার্থে ফাঁকা রাখা হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট