চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বসতঘরে ফেনসিডিল : মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩ | ১০:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাস্তুহারা কলোনিতে অভিযান চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল জব্দের মামলায় তালিকাভুক্ত এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার (২০ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূঁঞা এ রায় দিয়েছেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানিয়েছেন।

 

দণ্ডিত মো. রহুল আমিনের (৪২) বাড়ি নোয়াখালী জেলায়। চট্টগ্রাম শহরের ‘মাদকের আস্তানা’ হিসেবে পরিচিত বাস্তুহারা কলোনিতে ঘর ভাড়া নিয়ে থাকত।

 

মামলার নথিপত্রের ভিত্তিতে বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বাস্তুহারা কলোনিতে রহুল আমিনের ঘরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। সেখানে তল্লাশিতে ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক মো. আবুল কাশেম বাদী হয়ে কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

পরবর্তীতে পলাতক রহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। মামলা তদন্ত শেষে অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহিম খান ২০১৬ সালের ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে রহুল আমিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক বিক্রেতা হিসেবে উল্লেখ করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট