চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শুভ জন্মাষ্টমী উদযাপনে উপজেলার বিভিন্ন স্থানে সভায় বক্তারা

পাপ বাড়লেই জগতে নেমে আসেন ভগবান

মফস্বল ডেস্ক

২৫ আগস্ট, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনে জেলা-উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ধর্মসভায় বক্তারা বলেন, যখনই পৃথিবীতে পাপীদের অত্যাচারের মাত্রা বেড়ে যায় তখনই ভগবান নানা রূপে পৃথিবীতে অবতীর্ণ হন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ সীতাকু-: নিজস্ব সংবাদদাতা জানান, পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি বিষ্ণুচরন দাশের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দিদারুল আলম এমপি। প্রধান বক্তা ছিলেন দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, সীতাকু- পূজা উদযাপন পরিষদ সভাপতি বিমল কুমার নাথ, সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিক, সাবেক সভাপতি রঞ্জিত সাহা, জ্যোগিশিস সভাপতি প্রদীপ কুমার নাথ, সাধারণ সম্পাদক সুমন দাশ, সঞ্জীব কুমার দে, সুনির্মল সেন লিটন প্রমুখ। এর আগে শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে র‌্যালি ও শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাউজান: নিজস্ব সংবাদদাতা জানান, পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরে সমাবেশ, মঙ্গল শোভাযাত্রা, গীতাপাঠ, আলোচনা সভা ও ধর্মীয় সংগীতানুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন ভারতীয় হাই কমিশন চট্টগ্রাম’র সেকেন্ড সেক্রেটারি শুভাশীষ সিনহা। আশীর্বাদক ছিলেন অধ্যক্ষ শ্রীমৎ সজলানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, উত্তর জেলা আ.লীগ নেতা জসিম উদ্দিন শাহ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, ধর্মীয় নেতা প্রিয়তোষ চৌধুরী, এডভোকেট সমীর দাশগুপ্ত, সুমন দে, প্রকাশ শীল, ম্যালকম চক্রবর্তী, সুজিত দত্ত। সংগঠনের সভাপতি চন্দন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন রবীন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টাচার্য্য, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ধনা মালাকার, কমল চক্রবর্তী, অশোক পালিত, টিপু দে, প্রদীপ শীল, অনুপ চক্রবর্তী, সবুজ দে ভানু, মিটু শীল, ডা. সুশীল রায়, প্রদীপ দাশ মেম্বার, উজ্জ্বল দাশগুপ্ত, সাজু পালিত, বিপ্লব মহাজন, উজ্জ্বল কান্তি দাশ, রুবেল বৈদ্য, দিলীপ দে, বিকাশ দাশ, কানুরাম দাশ, জিকু দত্ত, রুবেল দাশ, বিশ্বজিৎ চৌধুরী, সিদ্ধার্থ চৌধুরী বাবু, রিগ্যান শীল, রূপালী চৌধুরী, উত্তম মহাজন, মানিক চক্রবর্তী, কাজল বোস, বাসু দেবনাথ, ধীলন মুহুরী, অদিতি মজুমদার, সুব্রত দাশগুপ্ত, রাজু দে, লিপটন দেবনাথ, সমরজিৎ বিশ্বাস, জিশু মজুমদার, মিটু চৌধুরী, মানু কর্মকার, সাধন দে, ডা. বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।
সাতকানিয়া শুভ সংঘ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর সদরের শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালি মন্দিরে। শ্রী শ্রী গীতা নাম হট্ট সংঘের উপজেলা সভাপতি মাষ্টার তরুণ কান্তি ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন। প্রধান আলোচক ছিলেন পৌর মেয়র মো. জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সুকান্ত বিকাশ ধর। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণেশ্বরী কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উত্তম ধর অপু। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন, সমাজসেবী মিলন কান্তি ধর। শুভ সংঘের সাধারণ সম্পাদক রাহুল ধরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা রাজিব কুমার ধর, উত্তর কুমার ধর, রনি ধর, সংগঠনের সভাপতি সেতু ধর প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট