চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীমা কারখানার পরিচালকের জামিন শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩ | ১২:০৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণ ঘটনার মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিনের আবেদন অধিকতর শুনানির জন্য বুধবার (২২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত।  রোববার (১৯ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালত এই আদেশ দেন।

এর আগে গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরের জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীনকে গ্রেফতার করে শিল্প পুলিশ। গত ১৫ মার্চ তাকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদাদত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের বেঞ্চ সহকারী আখতার হোসেন বলেন, সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারাখানায় বিস্ফোরণ ঘটনার মামলায় গ্রেফতার সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিনের আবেদন করা হয়েছিল। আদালতে শুনানির সময় মামলার তদন্তকারী কর্মকর্তার কিছু কাগজপত্রের ফটোকপি আদালতে উপস্থাপন করা হয়। আদালত মূল কপিসহ অধিকতর শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন।  
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট