চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রমজানে যানজট নিরসনে ট্রাফিক দক্ষিণ বিভাগের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

১৮ মার্চ, ২০২৩ | ৮:৫৭ অপরাহ্ণ

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে নগরীর মার্কেট-শপিংমল ব্যবসায়ী, পরিবহণ মালিক-শ্রমিক  ও হকার্স নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ। শনিবার ( ১৮ মার্চ) ট্রাফিক দক্ষিণ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

সভায় রমজান মাসে যানজট নিরসনসহ ক্রেতা সাধারণ নির্বিঘ্নে যাতে ঈদের কেনাকাটা করতে পারেন সে বিষয়ে সকলকে দিক নির্দেশনা প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন, টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (বাকলিয়া) মো. মাবিয়ান মিয়া, টিআই (নিউমার্কেট) মো. জিয়াউল হাসান, টিআই (সদরঘাট) মো. জহুরুল ইসলাম সরকার, টিআই (চকবাজার) মো. মনিরুজ্জামান, টিআই (আন্দরকিল্লা) বিপ্লব পাল, টিআই (টাইগারপাস) অপূর্ব পাল।

পূর্বকোণ/এএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট