১৭ মার্চ, ২০২৩ | ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
শনিবার ১৮ মার্চ ২০২৩ নিম্নলিখিত সময়ে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের নিউমুরিং, মাদারবাড়ি ও পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
১৮ মার্চ ২০২৩ (শনিবার)
সকাল ৭টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-নিউমুরিং এর আওতাধীন ১১ কেভির নিউমুরিং-০১, ০২, ১২, ১৫ এবং চট্টগ্রাম বন্দর নং ফিডার এর আওতায় আজাদ কলোনি, ওয়াশিল চৌধুরী পাড়া, ব্যারিস্টার কলেজ এলাকা, মাইলের মাথা, এমপিবি গেট, ইশান মিস্ত্রী হাট, সল্টগোলা ক্রসিং, পুরাতন ডাকঘর, লোহারপোল, তক্তারপোল, মাদ্রাসা রোড, বোবা কলোনি।
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মাদারবাড়ি এর আওতাধীন বাংলাবাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি আগ্রাবাদ বাংলাবাজার লাইন এবং ৩৩ কেভি বাংলাবাজার-মাদারবাড়ি লাইন এর বি-১২, বি-১৭ এবং বি-১৫ নং ফিডার এর আওতায় কালী বাড়ির মোড়, সদরঘাট রোড (সম্পূর্ণ), ইসলামিয়া কলেজ, সাহেব পাড়া, উত্তর নালাপাড়া (আংশিক), দক্ষিণ নালাপাড়া (আংশিক) মাঝিরঘাট রোড (আংশিক), স্ট্র্যান্ড রোড (আংশিক), বাদশা মিয়ার গলি মোগলটুলী বাজারের পূর্ব পার্শ্ব, বার কোয়াটার হতে পশ্চিম মাদারবাড়ি, যুগী চাদ মসজিদ লেন, আলম হোটেল এলাকা, প্রগতি বেকারি এলাকা, কমার্স কলেজের পূর্ব পাশ হতে পশ্চিম মাদারবাড়ি, এয়ার আলী মসজিদ লেন, নাজির পোল ।
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মাদারবাড়ি এর আওতাধীন মাদারবাড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি খুলশী-মাদারবাড়ি লাইন এবং ৩৩ কেভি আগ্রাবাদ-মাদারবাড়ি লাইন এর কে-০১, কে-০২, কে-০৪, কে- ০৭, এইচ-০৫ এবং এইচ-০৯ নং ফিডার এর আওতায় রিয়াজউদ্দিন বাজার, পূরবী গলি, জলসা মার্কেট, মেশিনারি মার্কেট, সি.ডি.এ হকার মার্কেট, সফিনা হোটেল, রয়েল টাওয়ার, গোলাম রসুল মার্কেট, কাদের প্লাজা, মুরগী হাটা, নূপুর মার্কেট, রফিক উদ্দিন ছিদ্দিক রোড, ইলেকট্রিক গলি, এস.এস. খালেদ রোড, রহমতুর নেছা রোড, তামাকুন্ডি লেন, জেবুনেসা রোড, জুবলী রোড (আংশিক), চৈতন্য গলি (সম্পূর্ণ), বি.আরটিসি মোড়, বাটালী রোড (সম্পূর্ণ) ব্র্যান্ড রোড, মাঝিরঘাট রোড (আংশিক), নছু মালুম লেইন, মহব্বত গলি। উত্তর নালাপাড়া (আংশিক), দক্ষিণ নালাপাড়া (আংশিক), মাদারবাড়ি রেল গেট, কামাল গেট, মালুম মসজিদ, দারোগা হাট রোড, ধনী সওদাগর লেইন, নুরুল হক মাস্টার লেন, আক্তার সাহা লেন, মাঝিরঘাট রোড, কমান্ডার গলি, স্ট্র্যান্ড রোড (আংশিক), পূর্ব মাদরাবাড়ি আইচ ফ্যাক্টরি রোড, মরিচাপাড়া, নেওয়াজ হোটেল, রেল গেট, পূর্ব মাদারবাড়ি জামে মসজিদ ইরিয়া, আক্তার শাহ লেন, সেবক কলোনি, জুট গলি, ওমরচাঁদ রোড। কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড, ডি.টি. রোড, সুপারী- ওয়ালা পাড়া, ধনীওয়ালা পাড়া, দেওয়ানহাট ব্রিজের পূর্ব পাড়, পাঠানটুলী রোড, গায়েবী মসজিদের পূর্বপাশ, কলাবাগার, বগুয়াপাড়, দক্ষিণ পুকুর পাড়, পাঠানটুল পূরবী হোটেলের সামনে, নাজির পোল, দপ্তরী পাড়া মেহের আলী চায়ের দোকান, ২ নং গলি, লেংটা ফকির মাজার সংলগ্ন এলাকা, রশিদ মাস্টার লেন, ডিটি রোড, রাহাত স্টোরের বিপরীত পাশ, কদমতলী পোড়া মসজিদ স্টেশন রোড, কাপড় গলি (আংশিক), ফল গলি (আংশিক), পাখি গলি (আংশিক), নুপুর মার্কেট, প্যারামাউন্ট সিটি এরিয়া, রেলস্টেশন এরিয়া।
সকাল ৭টা থেকে দুপুর ১টা: বিতরণ বিভাগ-পটিয়া এর আওতাধীন শিকলবাহা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভির গোমদন্ডী ফিডার।
সকাল ৮টা থেকে দুপুর ১টা: বিতরণ বিভাগ-পটিয়া এর আওতাধীন ঠাকুরছড়া-খাগড়াছড়ি ৩৩ কেভি লাইনের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার অধীন খাগড়াছড়ি উপজেলাধীন সমগ্র এলাকা।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।
পূর্বকোণ/সাফা/পারভেজ