চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চমেক ছাত্রলীগের ৭ জনকে শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক

১৭ মার্চ, ২০২৩ | ১২:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে চার সাধারণ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সাত ছাত্রলীগ নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চমেক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত সাতজনই নিজেদের শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে পরিচয় দেন। শাস্তিপ্রাপ্ত ছাত্রদের মধ্যে চমেক ৬০ ব্যাচের অভিজিৎ দাশকে তিন বছরের জন্য কলেজের যাবতীয় শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। দুই বছরের জন্য বহিষ্কার করা হয় ৫৯ ব্যাচের রিয়াজুল ইসলাম, ৬২ ব্যাচের সাজু দাশ ও একই ব্যাচের সৌরভ দেবনাথকে। দেড় বছরের জন্য বহিষ্কার করা হয় মাহিন আহমেদ, জাকির হোসেন ও ইব্রাহিম খলিলকে। তিনজনই ৬২ ব্যাচের শিক্ষার্থী। অভিযুক্ত সাতজনই বিভিন্ন মেয়াদে আগেও বহিষ্কার করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, ‘তাদের ১ থেকে ৩ বছর পর্যন্ত বহিষ্কার করা হলো। 

 

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট