চট্টগ্রাম বুধবার, ২২ মার্চ, ২০২৩

১৬ মার্চ, ২০২৩ | ১২:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বাকলিয়ার মাদক মামলায় নারীর ৫ বছরের কারাদণ্ড

নগরীর বাকলিয়া থানার মাদক মামলায় হাজেরা খাতুন (৩০) নামে এক নারীকে ৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  বুধবার (১৫ মার্চ) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

 

কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাজেরা খাতুন কক্সবাজার জেলার সদর থানার গয়াম বাগান ঘোনারপাড়া রশিদ আহামদের মেয়ে।  

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৮ আগস্ট নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার নুর আহম্মদের দোকানের সামনে থেকে হাজেরা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৪ শত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাচঁলাইশ সার্কেলের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে মামলা করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট