চট্টগ্রাম শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৫ মার্চ, ২০২৩ | ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সরকারি পণ্য ভিন্ন কোম্পানির লোগো লাগিয়ে বিক্রি, চট্টগ্রামে গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলী এলাকা থেকে চোরাচালান ও প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর থানার খালপাড় এলাকার মো. নুরুজ্জামানের ছেলে পারভেজ আলম (২৫) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার বাড়াইল এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. নুরনবী (১৯)।

 

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় বন্দর থানাধীন এলাকার একটি খাদ্য গোডাউন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

 

তিনি বলেন, গ্রেপ্তার প্রতারকচক্রের সদস্যরা খাদ্য মন্ত্রণালয়ের ভোগপণ্য (চাল, ডাল, গম) এবং অন্যান্য পণ্য মজুত করতো। পরে সেগুলো খুচরা ব্যবসায়ী ও পাইকারি বাজারে নুরজাহানসহ অন্যান্য কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে তা বাজারজাত করতো। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বন্দর থানাধীন নিমতলী এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট