চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাদকের মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৩ | ১১:৫৩ অপরাহ্ণ

নগরের বাকলিয়া থানার মাদকের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ মার্চ) পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় দেন।

 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম কলাবাগ এলাকার মো. আবদুল রবের ছেলে ও বাস চালক মো. আবদুল আজিজ (৪৫) ও কুমিল্লা জেলার তিতাস থানার করিকান্দি ভূঁইয়া বাড়ীর মো. নজরুল ইসলাম হিরুর ছেলে চালকের সহকারী মো. জুয়েল (৩১) ।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আবদুল আজিজ ও মো. জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

 

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১২ মে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক রাজাখালী জমজম আইচ ফ্যাক্টরির সামনে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৮৩৫ পিচ ইয়াবাসহ চালক ও তার সহকারীকে গ্রেফতার করে র‍্যাব-৭। 
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট