১৩ মার্চ, ২০২৩ | ১০:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদক এনে বিক্রি করে আসছিল কক্সবাজারের জাহিদুল ইসলাম (২৫)। সীমান্তবর্তী এলাকা থেকে এনে ভাড়া করা ফ্ল্যাটে রেখে মাদক সেবীদের কাছে পৌঁছে দিতেন। শেষ চালানে এনেছিলেন ২০ কেজি গাঁজা ও ৩ শ ইয়াবা। র্যাব জানতে পেরে অভিযান চালিয়ে বালুচরার ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে।
শনিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে বায়েজিদ বোস্তামীর কুলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম কক্সবাজারের পেকুয়ার চাকমারডুরি এলাকার আবুল কাশেমের ছেলে।
জানা যায়, বায়েজিদ বোস্তামীর কুলগাঁও এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট বাসায় গাঁজা রেখে ক্রয় বিক্রয় করছে জানতে পেরে অভিযান চালায় র্যাব। অভিযানে মাদকসহ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সাদা প্লাষ্টিকের বস্তা ও ১টি ট্রাভেল ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা ও ৩ শ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ীদের সহায়তায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে নগরীর বিভিন্ন স্থানে খুচরা বা পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।
আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ