চট্টগ্রাম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৩ মার্চ, ২০২৩ | ৭:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

ইউনাইটেড ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন ঔষধ প্রশাসন অধিদপ্তরের

চট্টগ্রামের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ইউনাইটেড কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন  ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় তারা ঔষধের গুণগতমান বজায় রেখে উৎপাদন করায় সন্তোষ প্রকাশ করেন।

 

শনিবার (১১ মার্চ) দুপুরে  পরিদর্শনকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ( চ.দা.) মো. ওয়াহিদুর রহমান, সহকারী পরিচালক এস. এম সুলতানুল আরেফিন এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাখাওয়াত হোসেন রাজু আকন্দ পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন।

 

ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান বলেন, ইউনাইটেড কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিমপি গাইডলাইন অনুসারে এবং ঔষধের গুণগতমান বজায় রেখে ঔষধ উৎপাদন করছে। বিষয়টি আমাদের কাছে সন্তোষজনক।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক তৌহিদুল আলম চৌধুরী, কারখানা ব্যবস্থাপক রবিউল হাসান চৌধুরী, মান নিশ্চিতকরণ ব্যবস্থাপক মো. শাহেদ, মান নিয়ন্ত্রক ব্যবস্থাপক নির্ঝর দাশ  এবং কারখানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট