চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আদালতের পর্যবেক্ষণ : ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়েছে উত্তরা ব্যাংক

অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২৩ | ১০:৫৭ অপরাহ্ণ

অর্থঋণ আইন ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলার লঙ্ঘন করে উত্তরা ব্যাংক ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়েছে বলে মন্তব্য করেছেন আদালত। রোববার চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জজ মুজাহিদুর রহমান ২৭ বছরের পুরোনো একটি ঋণখেলাপি মামলার পর্যবেক্ষণে এ মন্তব্য করেন।  

 

আদালত থেকে জানা যায়, অর্থঋণ আদালত আইনের ৪৯ ধারা মোতাবেক ডিক্রিদার ব্যাংক ঋণখেলাপিদের সর্বোচ্চ তিন বছরে ডিক্রি করা টাকা পরিশোধে সম্মতি দিতে পারে। তবে ওই নিয়ম অমান্য করে চট্টগ্রামে উত্তরা ব্যাংক এক ঋণখেলাপির ৮৯ কোটি টাকা সুদ মওকুফ করে শুধু মূল ৩৭ কোটি টাকা পাঁচ বছরে পরিশোধের সুযোগ করে দিয়েছে। 

 

এ বিষয়ে আদালতে পর্যবেক্ষণে বলা হয়, নালিশি ঋণ অবলোপন করে এবং মূল ঋণ আদায় না হওয়া সত্ত্বেও ৮৯ কোটি ৬৪ লাখ ৭২ হাজার টাকা সুদ মওকুফ এবং মূল ঋণ পরিশোধের জন্য পাঁচ বছর সময় দিয়ে ঋণখেলাপিবান্ধব ভূমিকায় অবতীর্ণ হয়েছে উত্তরা ব্যাংক। পরে ঋণখেলাপিদের সঙ্গে ব্যাংকের সোলেনামা ও মঞ্জুরিপত্রও বাতিল করে দেন বিচারক। ২৭ বছরের পুরোনো এ ঋণ আদায়ে আইনগত পদক্ষেপ জোরদার করতে জন্য ব্যাংকটিকে নির্দেশও দেন তিনি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট