চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লিফলেট বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ

ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না সরকার

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০১৯ | ২:৫২ পূর্বাহ্ণ

ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে নগর বিএনপি নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার নগরীর ১৮ নং পূর্ব বাকলিয়া বজ্রঘোনা এবং এনায়েত বাজার ওয়ার্ডে পৃথক এসব কার্যক্রম পরিচালনা করেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এ সময় নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না সরকার।

ডা. শাহাদাত হোসেন : মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধুমাত্র ব্লিচিং পাউডার ছিটিয়ে ডেঙ্গুসহ অন্যান্য ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। সরাসরি ৩৫% ব্লিচিং পাউডার (ক্যালসিয়াম হাইপোক্লোরাইট) যেখানে এডিস মশার জন্মস্থল সেখানে ছিটানো হলে ব্লিচিং পাউডার পানির সংস্পর্শে এসে বিভিন্ন শক্তি মাত্রায় ক্লোরিন সলিউশন তৈরি হয়ে ডেঙ্গুসহ অন্যান্য ভাইরাস ধ্বংস করে। তিনি গতকাল শুক্রবার ১৮ নং পূর্ব বাকলিয়া বজ্রঘোনা এলাকায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণকালে একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, নগর বিএনপি’র সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সদস্য হাজী মো. নাজের, আলী ইউসুফ, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাকলিয়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির, নগর বিএনপি নেতা রেজিয়া বেগম মুন্নি, সাহেদা বেগম, কামরুন নাহার, বিএনপি নেতা সাইফুল

ইসলাম নীরব, মোহাম্মদ জসিম, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল কালাম আবু, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ মুসা, মনোয়ারা বেগম, কোহিনুর বেগম, ফাতেমা বেগম, হাসানুল করিম, গাজী শওকত, মাহাবুব সিদ্দিকী প্রমুখ।

আবুল হাশেম বক্কর : মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কত তা সরকার প্রকাশ করছে না। সরকার মানুষকে গুম করার মতো ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাকেও গুম করছে। স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। আশ্চর্যজনকভাবে এরপর থেকে ডেঙ্গু রোগী বাড়ছে না, এর থেকে বোঝা যায় ডেঙ্গুর প্রকৃত সংখ্যা জনগণের সামনে যেন না আসে তার জন্য সরকার তা নিয়ন্ত্রণ করছে। নগরীর এনায়েত বাজার ওয়ার্ডে ডেঙ্গু বিষয়ে জনগণকে সচেতনতা লিফলেট ও গরীব দুস্থ পরিবারের মাঝে মশারি বিতরণশেষে তিনি এসব কথা বলেন।

২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ এম এ আজিজ, সহ-যুগ্ম সম্পাদক শাহেদ বক্স, শামছুল হক, সহ-সাধারণ সম্পাদক জহির আহমদ, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন লাতু, সদস্য এনায়েত উল হক এনায়েত, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম রানা, আলী আহমদ, মো. শাহাজাহান, মো. মহিউদ্দিন, সুলতান আহমদ, দিদার মোহাম্মদ দিদার, শের মোহাম্মদ, তোমিজুর রহমান, মো. শাহজাহান, আজিম উদ্দিন, আব্দুল আজিম, তৌহিদুল হাসান ইকবাল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট