চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

প্রথম আনোয়ারা’র বর্ষপূর্তিতে বক্তারা

তরুণরা মানবিক হলে বদলে যাবে দেশ

২৪ আগস্ট, ২০১৯ | ২:৪৩ পূর্বাহ্ণ

বর্তমান তরুণ সমাজের দেশ ও মানবিক কাজে যেভাবে এগিয়ে আসছে তাতে আমাদের দেশ অনেক পরিবর্তন হচ্ছে। তরুণদের যে মানবিকতা তা যদি ইতিবাচক কাজে ব্যবহার করা যায় তাহলে বদলে যাবে আমাদেশ দেশ ও সমাজ।
গতকাল শুক্রবার আনোয়ারা উপজেলার কাফকো সেন্টারস্থ একটি হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন প্রথম আনোয়ারা’র ৪র্থ বর্ষপূর্তি ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
\

প্রথম আনোয়ারা’র সম্পাদক নাজিম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটিজি ফ্যাশন লিমিটেডের পরিচালক এম আশরাফুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন তরুণ সাংবাদিক ইমরান এমি। স্বপ্নছোয়া বটতলীর উপদেষ্টা ডা. মো. রফিক, জোনাকি ফাউন্ডেশনের সভাপতি ডা. রাশেদুল ইসলাম, ইমাম শরীফ ইমন ও সাজ্জাদ হোসেন।
প্রতিযোগিতার ১ম বিজয়ী মঞ্জুরুল আলম, ২য় বিজয়ী এম এ জাফর, তৃতীয় বিজয়ী কামাল হোসেন ও আবু নাঈমকে ক্রেস্ট, গেঞ্জি ও পুরস্কার প্রদান করেন অতিথিরা।

আরমান হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য আতিকুল ইসলাম, মোহাম্মদ শাকিল, রবিউল ইসলাম রবিন, সোলায়মান খাঁন সোহেল, মো. শাকিল, শহিদুল, আমজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট