চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মাইজভা-ার দরবারে ফ্রি চিকিৎসা ক্যাম্প

২৪ আগস্ট, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভা-ারী ট্রাস্টের উদ্যোগে ও মইনীয়া সাইফিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প গতকাল শুক্রবার মাইজভা-ার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গু রোগের রক্ত পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়সহ মেডিসিন ও নানা রোগে আক্রান্ত শত শত দুস্থ গরিবদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান ও মাইজভা-ার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। তিনি বলেন, দেশে এখনো বহু মানুষ চিকিৎসা সুবিধাবঞ্চিত। চিকিৎসাসেবাকে গরিব মানুষের দোরগোড়ায় এখনো পৌঁছানো যায়নি। তাই গরিব দুস্থ মানুষের কাছে উন্নত চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি বিত্তবানসহ সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ফ্রি চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন স্ত্রী রোগ অভিজ্ঞ ডা. আঞ্জুমান আরা সবুর, শিশুরোগ অভিজ্ঞ ডা. দিলশাদ জাহান, মেডিসিন অভিজ্ঞ ডা. মাহফুজুল হক, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ডা. পারভেজ রানা, নাক কান গলা রোগ অভিজ্ঞ ডা. মো. সাদ্দাম হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা নঈম উদ্দীন, হাফেজ মো. কবীর হোসেন, খলীফা মো. সেলিম, হাফেজ মো. আব্দুল নবী প্রমুখ।-বিজ্ঞপ্তি জকিরে ইসলাহী ও আখেরী মুনাজাত।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট