চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় স্বাধীনতার বিপ্লবী অধ্যায় বঙ্গবন্ধু ও অন্যান্য ৪৭-৭১ গ্রন্থের আলোচনা

নিজস্ব সংবাদদাতা , পটিয়া

২৪ আগস্ট, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

পটিয়ায় ‘সাহিত্য সভা-র ৩য় আয়োজন ‘ইতিহাসের খসড়া’ সম্পাদক ও গ্রন্থকার মুহাম্মদ শামসুল হকের ‘স্বাধীনতার বিপ্লবী অধ্যায় বঙ্গবন্ধু ও অন্যান্য ৪৭-৭১’ গ্রন্থ আলোচনা গবেষক আহাম্মদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার পটিয়া সদরের চারুরং কার্যালয়ে গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন অধ্যাপক অজিত কুমার মিত্র, শিশু সংগঠক আইয়ুব বাবুল, পংকজ চক্রবর্তী, সাংবাদিক শিবুকান্তি দাশ, সাংবাদিক এস.এম.এ.কে জাহাঙ্গীর, সংগঠক আবদুল্লাহ ফারুক, ব্যাংকার কনক বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক, পটিয়া প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশীদ ছিদ্দিকী, রাজনীতিবিদ জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন সানু, শিশু সংগঠক ভগিরত দাশ, সাংবাদিক আবদুর রাজ্জাক, চিত্র শিল্পী হামেদ হাসান, মহিউদ্দিন বকুল, ছড়াকার জামাল উদ্দিন, রশীদ এনাম, প্রমোদ দাশ প্রমুখ। ৪৭ থেকে ৭১ স্বাধীনতা সংগ্রামের অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর গোপন ও প্রকাশ্য ভূমিকার নানাদিক মুহাম্মদ শামসুল হক সাক্ষ্য প্রমান, তথ্য উপাত্তের ভিত্তিতে তার গ্রন্থ ‘স্বাধীনতার বিপ্লবী’ অধ্যায় বঙ্গবন্ধু ও অন্যান্য ৪৭-৭১ এ তুলে ধরেছেন। দুর্লভ সাক্ষ্য, অসংখ্য তথ্য সংবলিত প্রচুর শ্রম সাধনায় এবং প্রাঞ্জল ভাষায় রচিত পটিয়ার কৃতিসন্তান মুহাম্মদ শামসুল হকের প্রতি গ্রন্থ আলোচকগণ লেখককে প্রাণঢালা অভিনন্দন জানান। উল্লেখ্য এই লেখকের এই পর্যন্ত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত আরো ৮টি গ্রন্থ প্রকাশিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট