চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদের সভায় বাদল

মুক্তিযোদ্ধাদের অনৈক্যের সুযোগ নেবে রাষ্ট্রবিরোধীরা

নিজস্ব সংবাদদাতা , বোয়ালখালী

২৪ আগস্ট, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল বলেছেন, জাতির কলংকতম অধ্যায় হচ্ছে জাতির পিতাকে হত্যা। হাজার বছর আরাধনা করেও এরকম একজন সূর্যসন্তান আর পাওয়া যাবে না। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে সেদিন দেশ মাতৃকার টানে মুক্তিযোদ্ধারা যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এরকম ভাগ্যে সব প্রজন্মের হয় না। সারা পৃথিবী খুঁজলে কোটি মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না, তা হবে হাতে গোনা। ৫, ১০ হাজার কোটি টাকার সম্পদশালী হলেও একজন মুক্তিযোদ্ধা হওয়া যাবে না। তাই মুক্তিযোদ্ধাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, কোনো কারণে অনৈক্য সৃষ্টি করে, সে সুযোগ নেবে রাষ্ট্র ও স্বাধীনতা বিরোধীরা। তিনি গতকাল (শুক্রবার) মুক্তিযোদ্ধা সংসদ বোয়ালখালী উপজেলা কমান্ডের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব বলেন।
সংসদের কমান্ডার সাবেক কধুরখীল ইউপি চেয়ারম্যান মো. হারুন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন এয়ার কমোডর এ ডব্লিউ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম। তিনি বলেন, মুক্তিযুদ্ধই হচ্ছে এদেশের পরিচিতি। তাই আমরা মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত। আর বঙ্গবন্ধু হচ্ছে ইতিহাসের ধারক বাহক। এতে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সৈয়দুল আলম, আহমদ হোসেন চেয়ারম্যান, বেলাল হোসেন চেয়ারম্যান, নুরুল ইসলাম, বন গোপাল দাশ, মোহাম্মদ ইদ্রিচ, শরৎ চন্দ্র বড়–য়া, হামিদুল হক সিকদার, বেলাল মিয়া চৌধুরী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট