চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পতেঙ্গায় তেলবাহী ওয়াগন দুর্ঘটনা : নিহতদের পরিবারের পাশে জেলা প্রশাসন

বিজ্ঞপ্তি

৭ মার্চ, ২০২৩ | ৫:১০ অপরাহ্ণ

পতেঙ্গার ইপিজেডের সাউথ ইস্টার্ন ট্যাংক টার্মিনালের সামনে রেলওয়ে তেলবাহী ওয়াগন ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে নিহত পরিবারের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ মার্চ) নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে দাফন ও সৎকার কর্ম সম্পাদনের জন্য জেলা প্রশাসক চট্টগ্রামের পক্ষ থেকে ২৫ হাজার টাকার নগদ সহায়তা তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী।

পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘যে কোনো দুর্যোগ-দুর্ঘটনায় মানুষের পাশে রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নিহত পরিবারকে দেওয়ার মতো কোন সান্ত্বনা নেই। দুর্ঘটনার বিষয়টি খুবই মর্মান্তিক। শুধু নিহত পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন ও কিছু আর্থিক সহায়তা নিয়ে তাদের কাছে এসেছি।’

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট