৭ মার্চ, ২০২৩ | ৬:১১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ। মঙ্গলবার (৭ মার্চ ) সকালে আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
সভায় সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি মর্তুজা কামাল মুন্সী, তোহিদুল আলম, শহিদুল ইসলাম, মাইনুউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, আবিদ হোসেন, নুরুল আমিন, প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু, শ্রম জন শক্তি বিষয়ক সম্পাদক অমল রুদ্র,পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লা চৌধুরী, যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির প্রমুখ।
সভাপতির বক্তব্যে দিদারুল ইসলাম চৌধুরী বলেন, একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর এই বজ্রনিনাদে আসন্ন মহামুক্তির আনন্দে বাঙালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে। যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত বাঙালি ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ