চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নানা কর্মসূচিতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বিজ্ঞপ্তি

৭ মার্চ, ২০২৩ | ২:২০ অপরাহ্ণ

যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করলো চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। দিনটি উপলক্ষে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও দেশাত্ববোধক সংগীত পরিবেশন করা হয়। এছাড়া সংগঠনের আউটডোর রোগী সেবা কার্যক্রমও যথারীতি পরিচালিত হয় এবং অন্যান্য দিনের তুলনায় রোগী সংখ্যাও বৃদ্ধি হয়েছে। সংগঠনের মেডিকেল অফিসার এবং কনসালটেন্টগণ যথারীতি উপস্থিত থেকে রোগীসেবা কার্যক্রম পরিচালনা করেছেন। হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজনদের কাছে হৃদরোগ সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী ও নিয়মাবলী পরিপালন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। ঐতিহাসিক দিনটি উদযাপনে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রত্যোকের অবস্থান থেকে সংগঠনের সার্বিক অগ্রগতিতে অধিকতর ভূমিকা ও অবদান কামনা করেন।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট