৬ মার্চ, ২০২৩ | ১১:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর ইপিজেড থানাধীন এয়ারপোর্ট রোড়ের মেঘনা অয়েলের সামনে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার সাড়ে নয়টার সময় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন মজুমদার।
নিহতরা হলেন : মো. আজিজুল হক (৩০), মিটন কান্তি দে (২৫) ও আসাদুজ্জামান (৩০)।
আনোয়ার নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তেলবাহী ট্রেন আসার সময় রেলকর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাস সিগন্যাল ভেঙ্গে সজোরে রেলের ইঞ্জিলে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এসময় বাসের দুই যাত্রী ও এক রেলকর্মী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/ রাজীব/পারভেজ