৫ মার্চ, ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
তরুণরা দেশের শক্তি, অর্থনীতির শক্তি। তারা নিত্যনতুন আইডিয়া জেনারেট করে। উদ্যোক্তা হয়ে অন্যদের উৎসাহ যোগায়। ই-কমার্সে তরুণই বেশি অবদান রাখছে। দেশের এই শক্তি একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীতে কোন কিছুই বাধা নয়। ইচ্ছাশক্তিই হলো বড় বিষয়। তরুণরা সেই বাধা পেরিয়ে নতুন নতুন উদ্যোক্তায় পরিণত হচ্ছে। তাদের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর এক অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম আয়োজিত নতুন সভাপতিকে চেইন হ্যান্ডওভার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম ও জেসিআই এর প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।
হাছান মাহমুদ আরো বলেন, চট্টগ্রাম দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। দেশের সিংহভাগ রাজস্ব আয় এই চট্টগ্রাম থেকেই হয়। সেক্ষেত্রে চট্টগ্রামে জেসিআই তরুণদের নিয়ে যে কাজ করছে তা দেশের অর্থনীতিতে সরাসারি ভূমিকা রাখবে। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও উন্নত দেশে পরিণত হতে চলেছে। ২০১২ সালে আমাদের মাথাপিছু আয় ৬ শ ডলার ছিল যা এখন ২৮ শ ডলার ছাড়িয়ে গেছে। যা সম্ভব হয়েছে নেতৃত্বের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই মহামারি করোনার মতো সময় পার করে আমরা টিকে আছি। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।
তরুণ নেতৃত্বের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ আরো বলে, অন্যান্য দেশ আমাদের থেকে কাঁচামাল নিয়ে পণ্য তৈরি করে উন্নত হচ্ছে। সেই চিত্র পাল্টে দিতে পারে তরুণেরা। তরুণ নেতৃত্ব পারে উদ্যোক্তা তৈরি করে বাংলাদেশেই পণ্য উৎপাদন করতে। তাই তোমরাই পার দেশকে পরিবর্তন করতে। শুধু প্রতিজ্ঞা করে দায়িত্ব নাও।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, জেসিআই সদস্যরা ঘরের খেয়ে বনের মহিষ তাড়ায়। নিজেদের পকেটের টাকা খরচ করে তরুণদের জন্য কাজ করে। তরুণ নেতৃত্ব তৈরি করে। যারা আজ সফল।
সদ্য বিদায়ী সভাপতি শান সাহেদ বলেন, জেসিআই এর ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে। জেসিআই হলো তরুণদের ভয়েস। কীভাবে লিডারশিপ স্কিল তৈরি করতে হয় তা জেসিআই শিক্ষা দেয়, যা আমি ভালভাবে বুঝতে পেরেছি। ভবিষ্যতেও যারা নেতৃত্ব দেবেন তারাও জেসিআইয়ের ফসল। অনুষ্ঠানে ২০২২ সালের সভাপতি শান সাহেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ নতুন ২০২৩ সালের সভাপতি রাজু আহমেদকে সভাপতির চেইন হ্যান্ডওভার করেন।
পূর্বকোণ/একে