৪ মার্চ, ২০২৩ | ৯:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল এলাকা। শনিবার (৪ মার্চ) বিকাল ৪টায় ভয়াবহ বিস্ফোরণে ৬ জন মারা গেছেন।
এ ঘটনায় আহত ২২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের খবর দেখে হাসপাতালে নিখোঁজ স্বজনদের খুঁজছেন অনেকে। হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠেছে তাঁদের আর্তনাদ ও আহাজারিতে।
বিস্ফোরণের পর সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আশরাফুল আলম জানিয়েছেন, এ ঘটনায় নিহত ৬ জন। আহত ২২ জন এবং উদ্ধারকাজ আজকের জন্য স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি এখন ভিন্ন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হাসপাতালে অন্তত ২৫ আহত ব্যক্তিকে আনা হয়েছে। আর লাশ আনা হয়েছে দুটি।
এখনো সাইরেন বাজিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে হাসপাতালে। আহত যাঁরা নামছেন, তাঁদের কারও পা থেঁতলে গেছে, কারও মাথায় আঘাত আছে, কারও চোখে গুরুতর জখম হয়েছে। হতাহতদের স্বজনেরা আহাজারি করছেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ