চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লাগামহীন মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক

৩ মার্চ, ২০২৩ | ৫:৫৫ অপরাহ্ণ

বাজারে মুরগির দাম বেড়েছে এক মাসের বেশি সময়। দীর্ঘ সময় পরও সেই দামে যেন লাগাম টানা যাচ্ছে না। ১৩০-১৩৫ টাকা দামের ব্রয়লার মুরগি এক লাফে বেড়ে হয়েছে ২২৫ টাকা। এদিকে, বাজারে মুরগি ব্যবসায়ীরা বলেন, রোজার আগে মুরগির দাম কমার কোনো সম্ভাবনা নেই। কারণ আগের চেয়ে মুরগি উৎপাদন কম। গতকাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মুরগির দোকানগুলোতে পর্যাপ্ত মুরগি আছে। সরবরাহও ভালো, তবুও প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২৫ টাকায়।

 

আবার বিভিন্ন পাড়া, মহল্লার দোকানগুলোতে মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা দামে। এদিকে পাকিস্তানি লেয়ার মুরগি মিলছে না প্রায় দোকানে। যে কারণে এ মুরগিতে ১০ টাকা বেড়ে বিক্রি করছে ৩৩০ টাকা দামে। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ৩১০-৩২০ টাকায়। এছাড়া সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা দামে। এদিকে মাছেও একইভাবে পূর্বের চড়া দামে বিক্রি হচ্ছে। দীর্ঘ ৩-৪ মাসের বেশি সময় ধরে বেড়েছে মাছের দাম। সে দামেও কোনো পরিবর্তন হয়নি। বাজারে মাছ, মাংস থেকে শুরু করে সবজি, মসলা কোনো কিছুতেই হাত দেয়া যাচ্ছে না। গতকাল চকবাজারের মাছ বাজারে রুই মাছ বিক্রি হয় আকার ভেদে ২০০-৩৫০ টাকায়, কাতল ১৮০-৩০০ টাকায়, কার্ফ জাতীয় মাছগুলো ১৮০-২৫০ টাকায়, তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকায়। এছাড়া লইট্যা বিক্রি হচ্ছে ১৩০-১৬০ টাকায়, পোয়া ১৮০-৩৫০ টাকায়, পাবদা ৫৫০-৬০০ টাকায় ও পাঙ্গাস ১৩০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট