চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১ মার্চ, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক

চট্টগ্রামের পটিয়া থেকে চারজন জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব জানায়, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায় নি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, আটককৃতরা ইতোমধ্যে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নিয়েছেন। জঙ্গিবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তথাকথিত হিজরতের নামে তারা এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট