২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর খুলশীর টাইগারপাস সংলগ্ন কুয়ারপাড় মাঠের পাশে একটি ঘর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আবছার। তিনি বলেন, ‘সকালে খবর পেয়ে টাইগারপাস সংলগ্ন কুয়ারপাড় মাঠের পাশে একটি কাঁচা ঘর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।’
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
পূর্বকোণ/পিআর/এসি