চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে’

বিজ্ঞপ্তি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:১৭ অপরাহ্ণ

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে গতকাল সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে শিক্ষা সংলাপ, আগামীর বাজেট : অংশীজনদের প্রত্যাশা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক।

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে স্মাট পর্যায়ে নেয়া যায় সেজন্য ইতোমধ্যে জেলা প্রশাসনের থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীঘ্রই শিক্ষা বিষয়ক কর্মশালার মাধ্যমে চট্টগ্রামে কীভাবে স্মার্ট শিক্ষা ব্যবস্থা কীভাবে চালু করা যায় জেলা প্রশাসক ইতোমধ্যে পরিকল্পনা করেছেন। জেএসইউএস প্রোগ্রাম সুপারভাইজার খেনি মারমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা কবি ও শিশু সাহিত্যিক সাঈদুল আরেফীন। শিক্ষা বাজেট নিয়ে গবেষণাধর্মী ধারণাপত্র পাঠ করেন গণসাক্ষরতা অভিয়ানের উপ পরিচালক জনাব মো. আবদুর রউফ। নাগরিক সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চট্টগ্রামের সহকারী পরিচালক সৈয়দ মোক্তার হোসেন, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষক লেখক গবেষক শামসুদ্দিন শিশির, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মু. কামাল উদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উৎপল বড়ুয়া, ইসমাইল হোসেন, আনিস খোকন, মো. মাকসুদুল ইসলাম, সৈয়দ মামুনুর রশিদ, সাফিয়া বেগম, রিংকু ভট্টাচার্য, নোমান উল্লাহ বাহার প্রমুখ। -বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট