চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবি শিক্ষার্থীদের আগ্রহে আবারও মঞ্চে বৃত্তের বাইরে নাটক

বিজ্ঞপ্তি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:১৬ অপরাহ্ণ

নারী জাগরণের নাটক নয়- একজন ব্যক্তি মানুষের তথাকথিত অনুশাসনকে ভেঙে ফেলার মানসিক শক্তিকে চিহ্নিত করার নাটক বৃত্তের বাইরে।

এবার টিকিট কেটে নাটক দেখতে আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বেগম খালেদা জিয়া হলের আগ্রহী আবাসিক শিক্ষার্থীবৃন্দ।’ তাদের অনুরোধে ও আগ্রহে আবারও নাটকটি মঞ্চায়িত হবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬.৪৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে।

নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নির্দেশক অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া। নাটকটিতে অভিনয় করেছেন চট্টগ্রামের নাট্য অঙ্গনের গুণি অভিনেতা ও অভিনেত্রীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

অভিনয়ে ছিলেন-কঙ্কন দাশ, সুচরিত চৌধুরী টিংকু, আব্দুল হাদী, হিমাদ্রি শেখর রায়, সাথী চক্রবর্তী, পায়েল চৌধুরী, তানভীর, প্রাঙ্গণ শুভ ও ময়ূরীক্ষী দাশগুপ্ত ইচ্ছে। আলোক পরিকল্পনা করেছেন নাট্যকার নাট্যবক্তিত্ব অসীম দাশ। আবহ প্রক্ষেপণ করেছেন দেবাশীষ রায় ও সুমেধ বড়ুয়া।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট