২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞপ্তি
নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার (২২ ফেব্রুয়ারি) জামালখানস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নিষ্ঠার ভাইস চেয়ারম্যান এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংস্থার জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন।
তিনি বলেন, মাতৃভাষার অধিকার আদায়ের জন্য বাঙালিকেই প্রাণ দিতে হয়েছে। বাংলার দামাল ছেলেদের আত্মাহুতির বিনিময়ে পৃথিবীর সমস্ত মাতৃভাষার অধিকার ও সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। নিষ্ঠার পিআরও আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জাকারিয়া রিফাত, মেহেরাজ, জাহিদ, সাজ্জাদ, ফারিহা, মিশাল কবির, মেহেরুন্নেসা, আব্দুল্লাহ, সৌরভ, সাইমুন, সাফায়েত, ইমতিয়াজ, নিহাল, নাইমুল, সামির, রাকিব প্রমুখ স্বেচ্ছাসেবকবৃন্দ।
পূর্বকোণ/এসি