চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাকলিয়ায় দু’দিনব্যাপী শিশু-কিশোর বইমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:৩০ পূর্বাহ্ণ

শিশু-কিশোরদের বই পড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পূর্ব বাকলিয়ায় ‘টিপু সুলতান অমর একুশে বই মেলা’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ও ২২ ফেব্রুয়ারি পূর্ব বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের ফজর আলী মুন্সীর বাড়ি ও জিন্নাতি বাপের বাড়ি সংলগ্ন এলাকায় দুই দিনব্যাপী এই বই মেলা অনুষ্ঠিত হয়।

‘ডাক দিয়ে যাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতানের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই বই মেলায় ভাষা সৈনিক সালাম, রফিক, বরকত এবং জব্বার নামে চারটি স্টল করে তাতে বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে শিশুদের মনন-উপযোগী বই প্রদর্শন ও বিক্রি করা হয়।

এছাড়া শিল্প-সাহিত্য চর্চায় উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই শতাধিক শিক্ষার্থী। বিজয়ী শিশুদের পাশাপাশি সকল অংশগ্রহণকারী শিশুকে শিক্ষা-সামগ্রী ও বই প্রদান করে পুরস্কৃত করা হয়। বই মেলায় এলাকার মানুষের বিপুল সমাগম এবং আশাতীত সাড়া পাওয়ায় আয়োজক টিপু সুলতান আগামী বছর আরো বৃহৎ পরিসরে বই মেলা আয়োজনের প্রতিশ্রুতি দেন।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট