চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ছায়ানটে প্রমা অবন্তী’র ওড়িশী নৃত্যে মুগ্ধ দর্শক

বিজ্ঞপ্তি

২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১১ অপরাহ্ণ

বসন্তের সন্ধ্যায় নানান ধারার উচ্চাঙ্গ নৃত্যের মধ্যদিয়ে শুরু হয়েছে ছায়ানটের নৃত্য উৎসব। দেশের গুণী নৃত্যশিল্পীদের সেই নাচ দেখতে নৃত্যানুরাগীরা সমবেত হয়েছিলেন। কানায় কানায় পরিপূর্ণ ছিল ছায়ানট মিলনায়তন। একক ও দলীয় পরিবেশনায় দর্শনার্থীরা একসঙ্গে উপভোগ করেছেন শাস্ত্রীয় নাচের চার ধারার নৃত্য।

মণিপুরি নাচের আশ্রয়ে শুরু হয় ছায়ানটের এই নৃত্য উৎসব। এরপর ভরতনাট্যম ও ওড়িশি নৃত্যে এগিয়ে যায় আয়োজন। বাংলা ১৪১৭ সন থেকে ছায়ানট এ উৎসব পালন করে আসছে।

এক্ষেত্রে ছায়ানটের এবারের উৎসবকে যুগপূর্তি উৎসব বলেছেন আয়োজকরা। ওড়িশী নৃত্যে চট্টগ্রামের প্রমা অবন্তী ভগবান রামের তেজোদীপ্ত দেহসৌষ্ঠব তুলে ধরেন ‘ছায়ানট’ নৃত্য উৎসবে। যেখানে রাম বর্ণিত হয়েছেন সূর্যোদয়ের প্রতীক ও আনন্দের উৎস হিসেবে।

ভগবান রামচন্দ্র যিনি মৃত্যু এবং পুনর্জন্মে ভয়ংকর ভীতি দূর করে। তাঁর নয়ন এবং মুখমণ্ডল নূতন পদ্মের স্নিগ্ধ সুভাষের মতো এবং সূর্যদয়ের প্রতীক। প্রমা অবন্তী’র মোহনীয় অঙ্গ ভঙ্গিমায় তা ফুটে উঠেছে এবং দর্শকদের মুগ্ধ করে। নৃত্যটি নির্মাণ করেছেন ভারতবর্ষের প্রখ্যাত ওড়িশী নৃত্যগুরু গুরু পৌষালী মুখার্জী।

এছাড়াও ঢাকার অন্যান্য গুণী শিল্পীরাও আয়োজনে অংশ নেন। গতকাল দু’দিনব্যাপী এই বৃহৎ নৃত্য উৎসবের পর্দা নামে।

 

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট