চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আমিত্ব থেকে মুক্তি লাভের চেষ্টাই মরমিবাদের মূল ভিত্তি: ড. ইফতেখার

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:০১ অপরাহ্ণ

আমিত্ব থেকে মুক্তি লাভের চেষ্টাই মরমিবাদের মূলভিত্তি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।

তিনি বলেন, বিশ্বের প্রায় সব ধর্মের সাধকেরা ‘আমিত্বকে’ প্রশ্ন করে করে মূলে পৌঁছে দেখেছেন, ‘স্রষ্টাই সব’, ‘আমি’ তাঁরই আনন্দময় একটি সুন্দর প্রকাশ মাত্র। স্রষ্টা থেকে আমি পৃথক নই। তাঁর থেকে পৃথক কোনো কিছুরই অস্তিত্ব নেই। এই আমি-চেতনা বা আমি-চিন্তা থেকে মুক্তি লাভের চেষ্টাই হলো মরমিবাদ এর একমাত্র লক্ষ্য। আজ সোমবার বিকেলে অমর একুশে বইমেলা মঞ্চে মরমি উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত কি কবিতা কি গানে মরমিবাদের প্রভাব সুস্পষ্টভাবে লক্ষণীয়।কবিচিত্তের সাথে মরমিবাদের যোগ স্থাপিত না হলে কবি পরিচয় যেন যথার্থ হতে পারে না।

চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মরমি গবেষক ড.সেলিম জাহাঙ্গীর, আলোচনা করেন ড. শামসুদ্দিন শিশির। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট