চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২২ বছর ধরে নেই ফায়ার সেফটি প্ল্যান, ভারটেক্স কন্টেইনার ডিপোকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:২০ অপরাহ্ণ

ফায়ার সেফটি প্ল্যান না থাকাসহ নানা অপরাধে চট্টগ্রামের ভারটেক্স কন্টেইনার ডিপোকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২০ ফেব্রুয়ারি) নগরীর পতেঙ্গার কাঠগড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রট প্রতীক দত্ত। এসময় বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত ছিলেন।

 

প্রতীক দত্ত জানান, ভারটেক্স অফডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড নামে একটি কন্টেইনার ডিপোতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। ছিল না ফায়ার সেফটি প্লান এবং ফায়ার হাইড্রেন্ট। ২২ বছর ধরে ডিপো চালনা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন বা বাস্তবায়ন এর কোন ব্যবস্থা নেননি ডিপো কর্তৃপক্ষ। এছাড়া লাইসেন্স ছাড়া একটি পেট্রোল পাম্প পরিচালনা করতে দেখা গেছে। এসব অভিযোগের দায়ে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো. মোয়াজ্জেম হোসেনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট