চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শ্রমিকদের ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে : সাইফুদ্দিন আহমেদ

বিজ্ঞপ্তি

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৩ অপরাহ্ণ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) নির্দেশনা মেনে শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে। তাদের শ্রমে আজ দেশ এগিয়ে যাচ্ছে।

গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কনস্ট্রাকশন উড লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক ও শ্রমিক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী।

সংগঠনের সভাপতি মো. আনোয়ার পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন তুহিনের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ কনস্ট্রাকশন উড লেবার ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান। স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি নিজামুদ্দিন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্ট্রাকশন উড লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি এ এস এম সায়েম শাহিন, আবু তাহের জসিম, নজরুল ইসলাম সুমন, যুগ্ম সম্পাদক ফেরদৌস জাহান মুকুল, জাকির হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক বঙ্গবীর বড়–য়া, অর্থ সম্পাদক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন কন্টা:, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, কার্যকরী নির্বাহী সদস্য মোহাম্মদ শামীম, মো. সাহাবুদ্দীন, মো. মাইনুদ্দিন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ শাজাহানসহ বেসিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট