চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ছনহরা ইউপি চেয়ারম্যানের উপর হামলা

বহিষ্কৃত ইউপি সদস্য আটক পটিয়ায়

নিজস্ব সংবাদদাতা হপটিয়া

২৩ আগস্ট, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীকে হামলার অভিযোগে পুলিশ ইউপি সদস্য মো. নাছির উদ্দিন আলমদারকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া মোড় এলাকা থেকে পরিষদের ৫নং ওয়ার্ডের বর্হিষ্কৃত মেম্বার নাছিরকে আটক করা হয়। গত ১৪ আগস্ট রাতে উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীকে ইউপি সদস্য হামলা ও হুমকি প্রদান করেন। চেয়ারম্যান দৌলতী পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের বরাবরে একটি আবেদন করলে ইউএনও পটিয়া থানার ওসিকে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পটিয়া থানার উপ-পরিদর্শক এনামুল হক অভিযান চালিয়ে বর্হিষ্কৃত ইউপি সদস্য নাছিরকে আটক করেন। চেয়ারম্যান দৌলতী বিএনপিপন্থী ও নাছির ক্ষমতাসীন দল সমর্থিত।
জানা গেছে, উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাছির পরিষদে ২০১৬ সালে মদ্যপান অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সম্মতিতে বর্হিষ্কার করা হয়। এরপর থেকে চেয়ারম্যানের উপর ইউপি সদস্য নাছির ক্ষুব্ধ হয়। গত ১৪ আগস্ট ইউপি চেয়ারম্যান বাড়ি থেকে গাড়ি নিয়ে ফেরার পথে অতর্কিতভাবে বর্হিষ্কৃত ইউপি মেম্বার নাছির হামলা করে। ওই দিন রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও নাছিরকে গ্রেপ্তার করতে পারেনি। পরবর্তীতে লিখিত অভিযোগ করায় পুলিশ তাকে আটক করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট